• সারাদেশ

    মহেশখালীতে বিসিকের উদ্যোগে/ লবণচাষিদের সাথে মতবিনিময় সভা

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৪:০৬:৪১ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে মহেশখালীতে লবণ চাষীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২২অক্টোবর) দুপুর ২টায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

    মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও পৌর মেয়র মকছুদ মিয়াসহ লবণ শিল্পে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

    সভায় বিসিক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আগামী নভেম্বরের শুরুতেই লবণ চাষীদের মাঠে নামতে হবে।উৎপাদনের লক্ষ্য মাত্রায় পৌঁছাতে হবে।
    সরকার বা বিসিক লবণ আমদানির পক্ষে নয়, এক ছটাক লবণও বাহিরের দেশ থেকে আমদানি করা হবেনা বলে জানান তিনি।

    আশেক উল্লাহ রফিক বলেন, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার ২৪ লক্ষ মেট্রিক টন লবণ চাষীরা উৎপাদন করতে সম্ভব হবে। আপনারা দ্রুত সময়ের ভেতর প্রস্তুতি গ্রহণ করুন। যাতে নভেম্বরের শুরু থেকে লবণ উৎপাদনে সময় ব্যয় করতে পারেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ