প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ১১:৪৭:১১ প্রিন্ট সংস্করণ
আবির হাসান,খুবি প্রতিনিধি:
বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটে নিয়োগ পেয়েছেন হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ। গত ১৭ ই অক্টোবর তিনি মাইক্রোসফট কোম্পানিতে সফটওয়্যার ইন্জিনিয়ার হিসাবে যোগদান করেন।
তিনি ২০১৫ সালে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ক্লাব ক্লাসটারের জেনারেল সেক্রেটারি ছিলেন। এছাড়াও নৈয়ায়িক ও বাঁধনে কাজ করার পাশাপাশি তিনি নিজ বিভাগের বিভিন্ন কাজে নেতৃত্ব দিয়েছেন।
মাইক্রোসফটে নিয়োগ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, লিংকডইন থেকে মাইক্রোসফটের একজন রিক্রুটার আমাকে নক দেয়। প্রথম স্টেজে রিক্রুটারের সাথে সাক্ষাৎ সম্পন্ন করার পর আমাকে একটা লিংক পাঠানো হয় যেখানে দেড় ঘন্টায় তিনটা প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হয়। পরের স্টেজে একদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ভাইবা হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে সেটা ভার্চুয়ালে চলে যায়। পরে ৪৫ মিনিট করে চারটি ভাইবা সম্পন্ন হওয়ার ১ সপ্তাহ পর আমাকে জানানো হয় আপনি মাইক্রোসফট আজুর্ড এইসপিসিটি টিমের জন্য নির্বাচিত হয়েছেন।
সাফল্যের অনুভূতি নিয়ে বলেন, আমার সিজিপিএ উচ্চমানের ছিল না। আমি মধ্যম মানের শিক্ষার্থী ছিলাম।কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম এবং প্রতিদিন সল্পপরিসরে নিজেকে পরিবর্তন করতাম। চেষ্টা ও পরিশ্রম দ্বারা যে কেউই সাফল্য অর্জন করতে পারবে। আমার সফল হতে ছয় বছর সময় লেগেছে। যদি কেউ আগে থেকে সচেতন হয় তাহলে অল্প সময়েই সফল হতে পারবে।