প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৭:২৪:৫২ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বরইতলী গ্রামে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। মানব পাচারের টাকার লেনদেনকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানান নিহতের পরিবার। নিহত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার সাবের আহমদের পুত্র মো করিম (৩০)।
(১৯ অক্টোবর) বুধবার রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ সদর কেরনতলী গ্রামে মানব পাচারের টাকার জন্য এঘটনা ঘটেছে।
এলাকার লোকজন জানান, মাত্র আড়াই হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বরইতলী এলাকার নুর মোহাম্মদ এর সাথে তার বন্ধু মোহাম্মদ করিমের মানব পাচারের টাকার লেনদেন রয়েছে। হঠাৎ নূর মোহাম্মদ এর কাছ থেকে পাওয়া টাকা খুঁজতে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে হাতাহাতির পর্যায়ে চলে যায়।
এ সময় নূর মোহাম্মদ ধারালো ছুরি দিয়ে মোহাম্মদ করিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলো নুর মোহাম্মদ পালিয়ে যায়, এবং মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন মোহাম্মদ করিমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সুব্রত দেব জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে ছুরির আঘাত রয়েছে। ব্যক্তিটি হাসপাতালের আনার আগে মারা যায় বলে চিকিৎসক জানান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, খুনের বিষয়টি এলাকার লোকজনদের কাছ থেকে জানার পর হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।