• সারাদেশ

    মা ইলিশ সংরক্ষণ অভিযান /জনসচেতনতা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২২ , ১:৩৩:১০ প্রিন্ট সংস্করণ

    সোবাহান সৈকত সদরপুর, ফরিদপুর:

    সোমবার সদরপুর উপজেলা পরিষদ দরবার হলে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি তানিয়া আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার। ইলিশ প্রকল্পের পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার উপজেলা সমবায় কর্মকর্তা সমির বৈদ্য,প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক মিয়া সহ উপজেলার প্রায় শতাধিক মৎস্য জীবি সভায় উপস্থিত ছিলেন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম মাহমুদুল হাসানের সঞ্চালনায় জনসচেতনতা মুলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল

    উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ওসি সুব্রত গোলদার, ঢেউখালি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি, ইলিশের প্রকল্প পরিচালক জিয়া হাসান, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার। বক্তারা আগামী ৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রজননক্ষম মা ইলিশ রক্ষার্থে ইলিশ না ধরার জন্য সবাইকে অনুরোধ করেন।

    এবং আইন অমান্যকারীকে আইনের আওতায় আনার হুসিয়ারি দেন। এছাড়াও সভায় উপস্থিত স্থানীয় জেলেরাও প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার জন্য অংগীকার করেন।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ