প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ৪:০১:২৯ প্রিন্ট সংস্করণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের অভিযোগ করেছে বিএনপি। আজ রোববার দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশের বার্তাকে এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন বিএনপি মহাসচিবকে আটক করা হয়েছে। এর আগে তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন মহাসচিবের বাড়ির সামনে পুলিশ রয়েছে। তাকে তুলে নিয়ে যেতে এসেছে।
তবে, এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।
আজ রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।