• আন্তর্জাতিক

    মেসি’দের শুরুর একাদশ ঠিক করে ফেলছেন স্কালোনি

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২২ , ৩:৩১:২৩ প্রিন্ট সংস্করণ

    কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আজ মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হবে, কারা খেলবে তা ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন স্কালোনি।

    ম্যাচের আগে সংবাদসম্মেলনে স্কালোনি নিজেই জানিয়েছেন এই কথা। শুধু তাই নয়, কারা থাকবে একাদশে, সেসব প্লেয়ারদেরও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি।

    স্কালোনি বলেন, “স্টার্টিং একাদশ ইতিমধ্যে নির্দিষ্ট হয়েছে। আমি আজকে প্লেয়ারদের বলে দিয়েছি। কৌশলে কোন পরিবর্তন আসবে না। তবে আমরা অনুশীলনে যেমন ছিলাম তেমনটা হবে না।”

    লো সেলসো তো ইনজুরির কারণে নেই। তার জায়গায় কে খেলবে সেটা জানিয়েছেন স্কালোনি। যদিও নির্দিষ্ট একজনের নাম বলেননি। তবে দুজনের নাম বলেছেন।

    স্কালোনি বলেন, “আমি নিশ্চিত করতে পারি যে, লো সেলসোর পজিশনে হয় পাপু গোমেজ অথবা ম্যাক অ্যালিস্টার খেলবে।”

    আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটি মরুর দেশ কাতকরের লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪ঘটিকায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ