• অভিযান

    যশোরের ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরদ্ধে অভিযান | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ৯:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃসাদ্দাম হোসেন ইকবাল,যশোর জেলা প্রতিনিধি।

    শিওরদাহ বাজারে সাধন কুমার দাস নামে এক ভুয়া চিকিৎসক মানুষের মিথ্যা ডিগ্রি ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

    যশোর জেলার সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ্বাস এর নির্দেশে আজ দুপুর ১২:৩০ ঘটিকায় তার দোকান উষা হোমিও হলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তাকে রোগীদের চিকিৎসা প্রদানরত অবস্হায় দেখতে পাওয়া যায়। তার দোকানে অসংখ্য অবৈধ বিদেশী ঔষধ পাওয়া যায়। সে কোন বৈধ সার্টিফিকেট দেখাতে পারেনি।

    জনগণের সাথে ভূয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারনা করার জন্য Bangladesh medical and dental act 2010 এর ধারা ২৮ ও ২৯ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দোকানে সিল গালা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রশিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ, হেলথ ইন্সপেক্টর জনাব ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোক্তার হোসেন এবং শিওরদাহ ফারির ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ