প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৪:০১:৩০ প্রিন্ট সংস্করণ
পিসি দাস:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় কর্মরত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন এর সাথে আলাপকালে জানা যায়, বেশ কয়েকটি ক্রাইটেরিয়া নিয়েই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ এর নিমিত্তে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম (ভার:) স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২২ এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকায় তা প্রকাশ পায়। সদ্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি দেশের বিভিন্ন উপজেলা সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া সরকারি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। তিনি জানান সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।