প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ১১:১৬:১৭ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি।
পিতা মাতার ইচ্ছা ছিল ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করিয়ে নববধূকে ঘরে তুলে আনলেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সমীর হোসেন মোল্লা ও তার স্ত্রীর। সৌদি প্রবাসী ছেলে ইউসুফ আলী মোল্লাকে দিয়ে এই স্বপ্ন পূরণ করলেন।
বুধবার (১৯ জুলাই) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউনাইর গ্রামের ব্যবসায়ী সমীর উদ্দিন মোল্লার সৌদি প্রবাসী ছেলে ইউসুফ আলী মোল্লা নিজের ইচ্ছার সঙ্গে পিতা মাতার স্বপ্ন পূরণে জীবন সঙ্গিনী কে নিয়ে হেলিকপ্টারে উড়ে আসলেন রামদিয়া বি এম বি সি উচ্চ বিদ্যালয় মাঠে।
বুধবার দুপুরে ইউনিয়নের রাজধরপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম এর মেয়ে সামিয়া ইসলাম ফিহাকে বিয়ে করতে বর সেজে রওয়ানা তিনি।
হেলিকপ্টারের চরে বিয়ে করতে যাবে প্রবাসী বর ইউসুফ আলী মোল্লা এমন সংবাদে নতুন বর ও হেলিকপ্টার একনজর দেখতে রামদিয়া বি এম বি সি উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জামায় হাজার হাজার উৎসুক জনতা।
নতুন বর সৌদি প্রবাসী ইউসুফ আলী মোল্লার বাবা মোঃ সমীর হোসেন মোল্লা বলেন, আমার ছেলে ইউসুফকে সুন্নতে খাতনা দেওয়ার সময় আমি সবাইকে বলেছিলাম আমার এই ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবো। মহান আল্লাহতালা আমার সেই মনের আশা পূরণ করিয়েছেন। আজ আল্লাহ তায়ালার কাছে আর কিছু চাওয়া পাওয়ার নেই।
তিনি আমার স্বপ্ন পূরণ অনেক বড় সহায়ক হয়েছেন। আল্লাহর প্রতি লাখো লাখো শুকরিয়া আদায় করছি। এবং আজ যারা এখানে আমার পুত্র ও পুত্রবধূকে দেখতে এসেছেন আপনাদের সবার কাছেই পুত্র এবং পুত্রবধূর জন্য দোয়া প্রত্যাশা করছি। আপনারা দোয়া করবেন সুখে স্বাচ্ছন্দে একত্রে দাম্পত্য জীবন কাটাতে পারে।