প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ১০:৩৪:৩০ প্রিন্ট সংস্করণ
মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাইকোলজি বিভাগের ২০১৭-১৮ মেহেদী হাসান আশিককে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ সেশনের মুত্তাকিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টায় গণিত বিভাগের প্রফেসর ড.জুলফিকার আলী, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মাহবুবুল কবির এই কমিটি ঘোষণা করেন।
আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি মো. লিমন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আকাশ।
কোষাধ্যক্ষ মো. সোয়াদ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক যাকের ভুঁইয়া তরু, প্রচার সম্পাদক আদনান সামি, দপ্তর সম্পাদক রিয়াদ খান।
এদিকে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন নরসিংদী জেলা সমিতির সদস্যরা।