• ক্যাম্পাস

    রাবির প্রতিবন্ধী কোটার মেধাতালিকা প্রকাশ | ক্যাম্পাস

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ৪:০৩:০৩ প্রিন্ট সংস্করণ

    বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রতিবন্ধী কোটায় সাক্ষাৎকারের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

    বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) রাতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটভুক্ত (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের প্রতিবন্ধী কোটায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো।

    প্রতিবন্ধী কোটায় নির্বাচিত প্রার্থীদেরকে তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

    কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদতৃক বিভাগেসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ
    অফিসে, চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইনস্টিটিউট অফিসে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে A ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

    উল্লেখ্য যে, আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে প্রতিবন্ধী কোটায় দ্বিতীয় মেধা তালিকা (অপেক্ষমান প্রার্থীদের মধ্য থেকে) ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

    http://হাসনাত

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ