• অনিয়ম দূর্নীতি

    রায়গঞ্জে খাল খনন কাজে চাঁদা দাবির অভিযোগ | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ১:৩৭:৫০ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রকল্প ( বিএডিসি ) অধীনে বাস্তবায়নাধীন একটি খাল পুনর্খনন প্রকল্পে দাবি করা চাঁদা না পেয়ে খনন কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ৬নং পূর্বআটঘরিয়ার ইউপি সদস্য মোঃ আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে।

    ধানগড়া ইউনিয়নে ইউপি সদস্য স্থানীয় ৬নং পূর্বআটঘরিয়ার গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মোমিন তালুকদার তার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।

    স্থানীয় সূত্র জানা যায়,পূর্বআটঘরিয়া হইতে বাঁসোড়িয়া গ্রাম পর্যন্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রকল্প ( বিএডিসি ) অধীনে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের একটি খালের খনন কাজ চলছিল।

    গত রবিবার ধানগড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল মোমিন তালুকদার ও তার লোকজন এক এক্সক্যাভেটর চালককে মারধর করে কাজ বন্ধ করে দেয়।

    রায়গঞ্জ ধানগড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল মোমিন তালুকদার জানান, খাল খনন করে খালের পাড়ে ব্যক্তি মালিকানা ফসলি জমিতে মাটির স্তূপ করায় ফসলহানি হওয়ার কারণে মাটি অন্যত্র ফেলাসহ খনন কাজ শিডিউল মতো করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জ্ঞাত করে তিনি তার লোকের মাধ্যমে কাজ থামানোর অনুরোধ করেছেন। কাউকে মারধর করা বা কারও কাছে চাঁদা দাবি করেননি।

    উল্লেখ্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রকল্প বিএডিসি ) অধীনে রাযগঞ্জ উপজেলার পূর্বআটঘরিয়া এলাকায় ১৪ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে খাল পুনর্খনন কাজ চলছে।

    রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল
    জানান, মোঃ আব্দুল মোমিন তালুকদার তাকে মোবাইল ফোনে খাল খনন বিষয়ে জানানোর পর ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে কোনো সমস্যা থাকলে সমাধানের কথা জানিয়েছেন বলে স্বীকার করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ