• রাজনীতি

    রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাথে ড.হোসেন মনসুরের মতবিনিময় সভা

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ১১:৩৭:৪৫ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি.।

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

    সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব রহমত আলী।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৪-সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ -তাড়াশ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য “বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান” চলনবিলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.মো. হোসেন মনসুর।

    এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এটিএম লুৎফর রহমান দিলু। রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দূল্লাহ আল পাঠান, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফেরদৌস আলম তালেব,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিন্টু, শফিকুল ইসলাম ঝন্টু,সিরাজগঞ্জ জেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, মাগুরা বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়াউদ্দিন বাবলু,তাড়াশ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল আজিজ প্রমুখ।

    মতবিনিময় সভায় ড.হোসেন মুনসুর বলেন,আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করাতে হবে।

    তিনি আরো বলেন বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন। তাই দুর্নীতির কথা বিএনপির মুখে মানায় না। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না, লজ্জা শরম বলতে কিছুই নেই।
    বিএনপি ক্ষমতার স্বপ্ন দেখছেন বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারের মতো বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। আন্দোলনে মরা গাঙে আর কখনো জোয়ার আসবে না।

    শেখ হাসিনা পকেটের উন্নয়নের জন্য চিন্তা করলে হাওয়া ভবন তৈরি করতেন। শেখ হাসিনা জনগণের জন্য চিন্তা করেন বলেই করোনায় ফ্রি টিকা দিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ