প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৪:৩৩:২৭ প্রিন্ট সংস্করণ
চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি ॥
তিস্তা ধরলা নদীর চরাঞ্চলের জেলা লালমনিরহাটে উগ্রবাদ প্রতিরোধে সুশিল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ এপ্রিল) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে দিন ব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ উল্যাহ।
ভারতীয় সীমান্তবর্তি ও তিস্তা ধরলা নদী বেষ্টিত জেলা হিসেবে লালমনিরহাটের সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্রবাদের শ্বঙ্কা কিছু বেশি। কারন উগ্রবাদিরা চরাঞ্চলের অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষ ও আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে থাকে। তাই সন্ত্রাস জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সুশিল সমাজের প্রকিনিধিদের নিয়ে দিন ব্যাপী সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুব আলী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে দিন ব্যাপী এ সেমিনারে মুল প্রবন্ধ ও বিষয়বস্তু তুলে ধরেন সিটিটিস ইউনিটের এডিসি আহমেদুল ইসলাম। সেমিনারে সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গ্রামপুলিশ ও গনমাধ্যমকর্মীরা অংশ গ্রহন করে গুরুত্বপুর্ন মতামত দেন।