প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ১১:২১:৪৩ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
প্রথমে নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধূরীকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
রবিবার (২৩ জুলাই) দুপুর ১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করেন । তারা হলেন-
নবনির্বাচিত মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলর পরিষদের সদস্যরা হলেন-
সাধারণ কাউন্সিলর- ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১ নম্বরপ ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।।
সংরক্ষিত আসনের কাউন্সিলর- সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেনা আকতার, ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর জাহেদা আক্তার, ৪ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর নাছিমা আকতার।
এর আগে গত ৫ জুলাই নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১২ জুন অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করে।
প্রসঙ্গত,গত ১২ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কক্সবাজার পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট।
ঐদিন সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।