• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি 

      প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ৫:১৩:৪২ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি। 

    হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় ফটিকছড়ির কিপাইতনগর ও রাউজানের হলদিয়া এলাকায় বিভিন্ন প্রজাতির ১০০০ গাছের চারা রোপন করা হয়েছে।

    আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ও সহ-সভাপতি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২১ জুলাই) ফটিকছড়িতে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল।

    শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সংসদের সহ-সভাপতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুততায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল মনছুর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন।

    এছাড়া শুক্রবার বিকেলে মাইজভাণ্ডার দরবার শরীফের সম্মেলন কক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলার আওতাধীন শাখাগুলোকে সংশ্লিষ্ট এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করার নির্দেশনা প্রদান করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ