প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৮:০৬:৩০ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার (১৮ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগ বুধবার সকাল সাড়ে ১১টায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, উপস্থাপনা করেন পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন।
বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শুভ দত্ত বড়ুয়া,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট ছোটন কান্তি শীল, সাগর পাল সাজু, সৈয়দ নুর, নুরুল ইসলাম নুরু, রাজেনুল ইসলাম শিপু, আনোয়ার হোসাইন, মোঃ জামাল, আক্তার হোসাইন সহ আরও অনেকে
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন লালদীঘি পশ্চিম পাড় জামে মসজিদের খতীব হাফেজ মৌলানা ইউনুস ফরাজি।
সভাশেষে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।