প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ১০:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ
মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় পাঁচকাহনিয়া আলিম মাদরাসার নতুন এডহক কমিটি গঠিত হয়েছে।
১৩ মার্চ সোমবার সকালে পাঁচকাহনিয়া আলিম মাদরাসার আয়োজনে মাদরাসার হলরুমে কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমানের সভাপতিত্বে ও পাঁচকাহিয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. জিল্লুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, অত্র মাদরাসা আরবী প্রভাষক মৌলভী মো: মাজহারুল আলম, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন ফকির, পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: আবু শামীম মমতাজ,সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম,৭ নং ওয়ার্ডের মেম্বার মো: নজরুল ইসলাম,উপজেলা ছাত্র লীগের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো: সাদেকুর রহমান বাবু প্রমুখ।
নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমানকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্ন সদস্যরা হলেন, আব্দুছ ছোবাহান(অভিভাবক সদস্য), শাখাওয়াত হোসেন( সাধারণ শিক্ষক সদস্য),অধ্যক্ষ সদস্য সচিব। ৯/০৩/২০২৩ তারিখ হতে ৬ মাসের ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা মাদরাসার সার্বিক উন্নতি ও সুনাম তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে নানান মন্তব্য করেন। অনেক শিক্ষকরা সময়মতো মাদরাসায় উপস্থিত হননা,মাদরাসার সঠিক পরিচালনার অভাবে শিক্ষকরা সুযোগসন্ধ্যানী হয়ে ক্লাসে তাদের মনমতো গুরুত্বহীনভাবে ক্লাস নেয় যার কারণ মাদরাসার শিক্ষার্থীরা সঠিক শিক্ষা অর্জন থেকে ব্যহত হচ্ছে, শিক্ষার্থী কমে যাচ্ছে, পাশের হার কমে আসছে এমন মন্তব্য করে বক্তব্য রাখেন অত্র মাদরাসার দাতা সদস্য মৌলভী ইমানুল হক।
সভাপতি তার সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দানের জন্য তাগিদ দেন এবং ওই প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত ঘোষণা করেন।