প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ১০:৩৬:২৯ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি ।
ফরিদপুরের সদরপুরের দক্ষিণ আটরশিতে জাকের পার্টি সমর্থকদের জন্য ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে নতুন একটি দরবার শরীফ উদ্বোধন করলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। ১১ আগস্ট শুক্রবার জুম্মা নামাজের আগে দলীয় পতাকা উড়িয়ে মোনাজাতের মাধ্যমে নতুন দরবার শরীফে বিশ্ব ওলী মঞ্জিলের উদ্বোধন করেন জাকের পার্টি চেয়ারম্যান।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন যারা পীরকেবলাজান কে ভালবাসেন, জাকের পার্টিকে যারা ভালবাসেন তারা প্রতি সোমবার বিশ্ব ওলী মঞ্জিলে এসে জলসায় শরীক হবেন , দোয়া-দরূদ পড়বেন ও তবারক গ্রহণ করার জন্য আহবান করেন তিনি।
জাকের পার্টির প্রেস সচিব শামীম হায়দার বলেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবারে সাধারণ জাকের আশেকানদের ভেতরে যাওয়ার মতো এখন আর পরিস্থিতি নেই। ‘বিশ্ব ওলী মঞ্জিল’ পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের তত্বাবধানে সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এখানে জাকের পার্টির সমর্থক জাকেররা আসবেন।
জানা যায়, ৫০ এর দশকে এনায়েতপুরের পীর শাহসুফী মোঃ ইউনুস আলীর নির্দেশে বিশ্বওলী খাজাবাবা হাসমত উল্লাহ্ (কুঃছেঃআঃ) বর্তমান ৮ রশিতে জাকের ক্যাম্প স্থাপন করেন। ৮০ এর দশকে তিনি জাকের ক্যাম্পকে বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত করেন। তারই জীবদ্দশাতে ১৯৮৯ সালে জাকের পার্টির জন্ম হয় এবং পার্টির চেয়ারম্যান হন পীরজাদা মোস্তফা আমীর ফয়সল।
২০০১ সালে ৩০ শে এপ্রিল পীর এর ওফাতের পর গদিনশীন হন পীরজাদা খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। পরবর্তীতে দুই পীরজাদার মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টি নিয়ে আস্তে আস্তে দ্বিধাবিভক্তি দেখা দিতে থাকে। ২০১৯ সালে দুই পীরজাদা আলাদা আলাদা ওরস শুরু করলে দ্বন্দের বিষয়টি জনসম্মুখে চলে আসে। প্রায় ৬০ একর জায়গা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর এরিয়া প্রায় ৬ শত একর জায়গা নিয়ে অবস্থিত। তারই একাংশ ৭ একর জমিতে ঘোষণা করা হয়েছে জাকের পার্টি সমর্থিত বিশ্ব ওলী মঞ্জিল।