প্রতিনিধি ১৫ মার্চ ২০২৩ , ৯:১৪:৪৮ প্রিন্ট সংস্করণ
সোবাহান সৈকত সদরপুর, (ফরিদপুর)
ফরিদপুরের সদরপুরে ‘‘নিরাপদ জ্বালানী ও ভোক্তাবান্ধব পৃথিবী’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভোক্তা অধিকার সংস্থার সভাপতির নেতৃত্বে একটি বর্ণাঢ্যর্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভোক্তা অধিকার সংস্থার সভাপতি সাংবাদিক আঃ মজিদ মিয়া,অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ডাঃ এ গফ্ফার মিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও গর্ণমাণ্য ব্যক্তিবর্গ সহ সমাজের সুশীল ও সচেতন মহল উপস্থিত ছিলেন।