প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৪৫:০৩ প্রিন্ট সংস্করণ
রানা অর্ণব – নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষা ও নারী উন্নয়নে অবদান রাখায় বেগম রোকেয়া পদক ২০২২ প্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করেন সদরপুর শিল্পকলা একাডেমি, কন্ঠ চয়ন, ও নাট্যগোষ্ঠী ।
মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে সংবর্ধনা প্রদান করা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে রহিমা খাতুন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত গোলদার, অফিসার ইনচার্জ সদরপুর থানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, শিল্পকলা একাডেমি, নাট্যগোষ্ঠী, কন্ঠ চয়নের সদস্যবৃন্দ সহ কবি সাহিত্যিক, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।