প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৯:০৪:৩৩ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাংগী গ্রামে ব্রীজের নির্মান কাজ করতে গিয়ে মাটি ধ্বশে তিন নির্মান শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে। নিহত তিনজনের নাম জুলহাস,জাবেদ ও অন্তর। নিহত জুলহাস ও অন্তরের বাড়ি ফরিদপুরের কৈজুরী ইউনিয়নে বলে জানান ব্রীজের নির্মান শ্রমিকরা।
অপর শ্রমিক জাবেদের বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে। এছাড়া অপর শ্রমিক আহত নজরুল সদরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ বুধবার বেলা সাড়ে এগারটার দিকে শ্রমিকরা ব্রীজের নীচে কাজ করা অবস্থায় হঠাৎ ব্রীজের পাশ থেকে মাটি ধ্বশে চাপা দিলে শ্রমিকরা মাটির নীচে চাপা পড়ে যায়।
সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় মাটি কেটে তিনজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন। ব্রীজের কাজে ঠিকাদার অপরিকল্পিতভাবে মাটি খনন করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাশেল ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান সহ সদরপুর থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন লাশ মাটি চাপা আছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিস্ট উদ্ধারকর্মীরা।