• জাতীয়

    সদরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন | বাংলাদেশের বার্তা

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ১০:০৬:৩২ প্রিন্ট সংস্করণ

    রানা অর্নব,স্টাফ রিপোর্টারঃ

    ফরিদপুরের সদরপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সকাল ৭ ঘটিকায় জাগ্রত সদরপুর স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ও বিষেশ মোনাজাত করা হয়।

    সকাল ৮টায় সদরপুর স্টেডিয়াম মাঠে প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ফরিদপুর ৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার,মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

    এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান, কাজী শফিকুর রহমান, সদরপুর থানার অফিসার ইনচার্জ, সুব্রত গোলদার, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান, শাহাদাত হোসেন।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সাল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, এম এ গাফফার, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ