• আদালত

    সদরপুরে মাদক মামলায় জামাই শ্বশুরের যাবজ্জীবন কারাদন্ড | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৮:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    সোবাহান সৈকত, সদরপুর, ফরিদপুর। 

    গত ২৯শে মার্চ মাদক মামলায় ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি গ্রামের বাসিন্দা জামাই আ:কাদের মাতুব্বর (৬৩)ও শ্বশুর আ: ওহাব বেপারী(৬৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড,পাচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ফরিদপুর জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত।

    ঘটনার বিবরনে প্রকাশ আ:কাদের মাতুব্বর ও আ: ওহাব বেপারী সম্পুর্কে জামাই শ্বশুর। তারা দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় মাদক ব্যাবসা করে আসছিলেন। গত কয়েকবছর পুর্বে সদরপুর থানা পুলিশ বিপুল পরিমান ফেনসিডিল সহ প্রথমে জামাই আ:কাদের কে গ্রেফতার করে, তারই তথ্যের ভিত্তিতে শ্বশুরের ঘরে ও বিপুল পরিমান ফেনসিডিল পাওয়া যায়।

    ওই সময় সদরপুর থানা পুলিশ মাদক আইনে জামাই, শ্বশুর কে আসামী করে মামলা করেন। দীর্ঘ কয়েকবছর পর সাক্ষী প্রমান শেষে ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম আজ বুধবার চাঞ্চল্যকর এ মামলার রায় প্রদান করেন। রায়ের সময় আসামী জামাই শ্বশুর আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ