• ধর্মীয়

    সদরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে/ মতমিনিময় সভা 

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ১২:০৫:০৬ প্রিন্ট সংস্করণ

    সোবাহান সৈকত, সদরপুর, (ফরিদপুর) 

    আজ মঙলবার সকাল ১১ টায় সদরপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব দাস,সদরপুর আবাশিক প্রকৌশলী মোঃ আবু রায়হান, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিমুল তালুকদার, এবং উপজেলার ৪৩ টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত পুজা উদযাপনের প্রস্তুতি সভার বিভিন্ন

    কার্যক্রম তুলে ধরে আসন্ন দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা ভাবে পালনের জন্য সংশ্লিষ্ট পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের প্রতি আহবান জানান। কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে থানা কর্তৃপক্ষ কে জানানোর আহবান জানান।

    মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ সুব্রত গোলদার উপস্থিত উপজেলার ৪৩ টি মন্ডপের বিভিন্ন সভাপতি ও সম্পাদকদের

    কে আগামী ৫ অক্টোবর বিযয় দশমির দিনেই সকল মন্ডপ বিষর্জন দেওয়ার অনুরোধ জানান। এ ছাড়াও শারদীয় উৎসব দুর্গাপূজায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটলে সাথে সাথে থানায় জানানোর জন্য অনুরোধ করেন।

    তিনি আরো বলেন,প্রতিটি মন্ডপেই আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী উপস্থিত থাকবে। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ