• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    সদরপুরে ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন শামীম মোল্যা

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ১২:২০:৩৪ প্রিন্ট সংস্করণ

    সোবাহান সৈকত, সদরপুর(ফরিদপুর) 

    মোটর সাইকেল দুর্ঘটনার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘ ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলন সদরপুর  সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র আরিয়ান ইসলাম শামীম (১৭)।

    সে উপজেলার সতের রশি গ্রামের সৌদী প্রবাসী দেলোয়ার মোল্যার একমাত্র পুত্র। পারিবারিক সুত্র থেকে জানা গেছে গত ১৭ আগস্ট সকালে চন্দ্রপাড়া সদরপুর সড়কের দশ হাজার নামক স্থানে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী রিফাত শিকদার (১৬) নামক একজন ঘটনাস্থলেই নিহত হয়।

    ঐ সময় মারাত্নক আহত অবস্থায় আরিয়ান ইসলাম শামীম কে  সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ফরিদপুর বংগবন্ধু শেখ মুজিব  মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল শনিবার ভোর ৪ টার দিকে মারা যান।

    নিহত শামীমের পারিবারিক সুত্রে জানা গেছে ২৭ শে আগস্ট রবিবার শামীমের মরদেহ বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালের মর্গ রেফিজারেটরে রাখা হয়েছে। সোমবার সকালে তার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ