প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:২৪:৪৫ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন। কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন সেতু টিকা নিতে গিয়ে হেনস্তার স্বীকার হন।
বুধবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৮টার সময় স্থানীয় সদর হাসপাতালে টিকা নিতে গেলে দায়িত্বরত চিকিৎসক ও নার্স কর্তৃক দুর্ব্যবহার ও হেনস্তার স্বীকার হন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেতু হেনস্তা হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এক যৌথ বিবৃতিতে জানান, কাউন্সিলর সালাউদ্দিন সেতু একজন জনপ্রতিনিধি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মতো টিকা নিতে যান। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা পরিচয় পাওয়া সত্ত্বেও তার সাথে দুর্ব্যবহার করেন।
অন্যদিকে কর্তৃপক্ষ এইঘটনা জানার পরও তার কোন ব্যবস্থা নেয়নি। নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সহ সকল জনগনের চিকিৎসা নিশ্চিত ও উক্ত ঘটনার বিষয় তদন্ত পূর্বক বিহীত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।
এই বিষয়ে সালাউদ্দিন সেতুর সাথে যোগাযোগ করা হলে, তিনি বাংলাদেশের বার্তার কক্সবাজার প্রতিনিধিকে বলেন, আমি একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হওয়ার পরও সাধারণ মানুষের মত সেবা গ্রহণ করতে গেলে, চিকিৎসক ও নার্সদের হাতে হেনস্তার স্বীকার হই।
তিনি আরো জানান, আমার মত লোক যদি সেবা নিতে এসে তাদের এমন আচরণের স্বীকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ কি রকম সেবা পাচ্ছে সেটা আপনারাই বলেন। আমি হাসপাতালের সভাপতি, স্বাস্থ্যমন্ত্রনালয় ও বিভিন্ন দপ্তরে আজকের বিষয় লিখিত অভিযোগ দায়ের করব। সে সাথে আগামীকাল সংবাদ সম্মেলন করব।