• ক্যাম্পাস

    সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট ১২,১৮৫ কোটি, গবেষণায় ১৭৪ কোটি

      প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৬:৩০:১২ প্রিন্ট সংস্করণ

    জবি প্রতিনিধি :

    নতুন অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য মোট ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৩-২৪ অর্থবছরে ৫৩ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লক্ষ টাকা বাজেট অনুমোদন দিয়েছে। এছাড়াও নিজেদের জন্য ৭৭ কোটি ৪৫ লক্ষ টাকা বাজেট বরাদ্দ করেছে।

    রবিবার ২১ মে ইউজিসি চ‍েয়ারম‍্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে ১৬৫ তম পূর্ণ কমিশন এ বাজেট অনুমোদন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে ।

    ৫৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদন করা মোট বাজেটের মধ্যে ৬ হাজার ১০৯ কোটি টাকা রাজস্ব বাজেট এবং ৬ হাজার ৭৬ কোটি টাকা উন্নয়ন বাজেট হিসেবে দরা হয়েছে।

    গত অর্থবছরে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাজেটের পরিমান ছিল ১০ হাজার ৪৪৪ কোটি টাকা এবং ইউজিসির জন্য ৭১ কোটি ৬৭ লক্ষ টাকা।

    এছাড়াও ইউজিসি আগামী আর্থবছরে গবেষণা সহায়তার জন্য মূল বাজেটে ১৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা চলতি আর্থবছরে ছিল ১৫০ কোটি টাকা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ