• অনিয়ম দূর্নীতি

    সাংবাদিক পরিচয়ে ৬ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ 

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজারে এমন এক আজব সাংবাদিকের আবির্ভাব ঘটেছে যে শুধু মাত্র চা খাওয়ার জন্যে দাবি করে মাত্র ১৫ হাজার টাকা আর ডিনারের জন্যে দাবি করে ছয় লাখ টাকা।

    এই দুই মন্তব্যের মাধ্যমে তার সাংবাদিকতার নামে বাটপারিটা অনুমান করা যায়। গত কিছুদিন আগে এক প্রবাসীর কাছ থেকে ডিনারের নামে ছয়জন সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করা ভাইরাল অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ”টক অপ দ্যা কান্ট্রি” ছিলো ! ভাইরাল হওয়ার পরে ২য় বার ফোন করে সেই প্রবাসীর কাছে ক্ষমা চাইতে চাইতে নাক, মুখ, চোখের পানি এক করে ফেলা অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহুর্তে।

    সেই চাঁদাবাজির রেষ না যেতেই উখিয়াতে এক টমটম মালিকের কাছে চা খাওয়ার জন্যে দাবি করলো মাত্র ১৫ হাজার টাকা। সেই চাঁদাবাজির বিখ্যাত ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

    তিনি আর কেউ নন- আনন্দ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি দাবি করা কথিত সাংবাদিক সোহাগ চৌধুরী। তার এই চাঁদাবাজির বিশ্বস্থ সহয়োগী উখিয়ার কথিত মোবাইল সাংবাদিক সালা উদ্দীন।তাদের বিরোদ্ধে একাধিক নারী নির্যাতন ও ধর্ষণ মামলা রয়েছে। মামলার খরচ যোগাতে অভিনব এই চাঁদাবাজির পথ বেছে নিয়েছে, কলংকিত করছে সাংবাদিকতার মতোন মহান পেশাকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ