সাউন্ড বক্স বাজানো নিয়ে নৌকা–ঈগলের সমর্থকদের সংঘর্ষ

- আপডেট সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ৯৬৭৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খানসহ দুই পক্ষের ৭ কর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নৌকার সমর্থকেরা একটি সাউন্ড বক্স বাজিয়ে পার্শ্ববর্তী চাপলী বাজারে উঠান বৈঠকের উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় তাদের পাশে ঈগলের সমর্থকেরা অপর একটি সাউন্ড বক্সে হিন্দি গান বাজায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।