• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবীতে পদযাত্রা ও সমাবেশ

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ৪:৪৩:১৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

    আসন্ন জলবায়ুর সম্মেলন কে সামনে রেখে জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরা পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ই নভেম্বর সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।

    গবেষণা প্রতিষ্ঠান বারষিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইউথ নেটওয়ার্ক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে নানা শ্রেণীর পেশার মানুষ জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।এ সময় তারা বলেন বিশ্বের উন্নত দেশগুলো বিগত সময়ের কার্বন নিঃসরণের হার কমানো ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তারা তা রক্ষা করেনি ।বৈশ্বিক উষ্ণতা রোধে অবশ্যই তাদের কার্বন নিরসনের হার কমাতে হবে ।

    কিন্তু আমাদের কথা কি দুবাই সম্মেলন পর্যন্ত পৌঁছাবে, সমাবেশ থেকে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ কারীরা বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানান।

    সমাবেশে পরিবেশকর্মী অধ্যক্ষ আশেক ই এলাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ,উদীচির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান , প্রথম আলোর সাংবাদিক কল্যাণ ব্যানার্জি ,মিজানুর রহমান ,ভূমিহীন নেতা আব্দুস সামাদ, কবি গিয়াস উদ্দিন প্রমুখ,পরে জলবায়ু ন্যায্যতার দাবিতে একটি বিশাল পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ