প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ২:০৪:২৭ প্রিন্ট সংস্করণ
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরায় নিউক্লিয়ার মেডিকেল সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ১৪ই নভেম্বর সারা দেশের ১৫৭ টি উন্নয়ন প্রকল্পের অধীনে ১০৪১টি অবকাঠামো ও বাড়ির উদ্বোধন ও ভিত্তিক স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে একটি প্রকল্প সাতক্ষীরা নিউক্লিয়ার মেডিকেল সেন্টার। এছাড়া ও জেলায় মোট ৩২১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন । প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জেলার তালা উপজেলার উপর নয় কোটি ৯১লাখ টাকা ব্যয় নির্মিত ১৯৫ মিটার দৈর্ঘ্য ব্রিজ ও ২০কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয় নির্মিত আঠারোটি প্রাথমিক বিদ্যালয় ১২৩ কোটি ৪ লাখ টাকা নির্মিত জেলার নটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন ৮৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় পাঁচটি মাদ্রাসার উন্নয়ন , পাঁচ কোটি ১০ লক্ষ টাকা ব্যাঁয়ের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানভবন উন্নয়ন ২৪ লাখ ৪৬ হাজার টাকায় বেহুলা কমিউনিটি ক্লিনিক এর প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর যা দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ৩কোটি ২৪লাখ টাকা ব্যয় নির্মিত তালাও শ্যামনগর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ ।
বাকি একটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এছাড়া ৬৮ কোটি টাকা ব্যয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ক্যান্সারে রোগীদের জন্য ইসমাস তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ মো রুহুল হক।সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি ,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান সহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।