সাবেক আইজিপি শহিদুল’র সাথে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কক্সবাজার জেলা শাখার মতবিনিময়

- আপডেট সময় : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৬৮৪ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন৷৷
সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এর সাথে ” সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত ২৮ তারিখ বুধবার সকাল ১১ টায় সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ কক্সবাজার জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন এর নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কক্সবাজার জেলার সার্বিক বিষয় ও সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ এর বর্তমান অবস্থা ও সংগঠনকে গতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী প্রজন্মদের মাঝে পৌছে দেওয়ার ক্ষেত্রে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করা হয়।
এ- ছাড়া সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ কে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সমাজ বিনির্মানে অসাম্প্রদায়িক চেতনার মূল্যবোধে বিশ্বাসী সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ এর ভিত্তিকে শক্তিশালী করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিয়োজিত সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ কে অগ্রণী ভুমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।
মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার ক্ষেত্রে অসাম্প্রদায়িক চেতনার মূল লক্ষ্যেকে নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দিতে হবে এর কোন বিকল্প নেই বলে সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক আইজিপি শহিদুল হক মহোদয় মতামত ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন -সেক্টর কমান্ডারস-ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মো: ওসমান গনি (মির্জা), আমীর হোসাইন হেলালি, খায়রুল আমিন চৌধুরী, প্রফেসর সরওয়ার আলম, ইমাম হোছেন শফিক, সার্জেন্ট ( অবঃ) আবু তাহের, জালাল উদ্দীন, আরিফুর রহিম, আইয়ুব আলী, মফিজ উল্লাহ, আবদুল মালেক প্রমূখ।।