• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    সুবর্ণচরে কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৩:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

    এস এম রফিক মাহমুদ,নোয়াখালী প্রতিনিধিঃ

    নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন এর কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,

    উক্ত নির্বাচনে ৬জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায়, ৩৪৪ জন অভিভাবক সদস্যদের ভ্যালট ভোটে যথাক্রমে
    মোঃ নবী আলম ১৭৩ ভোট (১ম),
    মোঃ নুরুল ইসলাম আজাদ, ১৬৯ ভোট (২য়),
    মোঃ সিরাজ উদ্দীন ১৫২ ভোট( ৩য়),
    মোঃ নুরুল হুদা ফারুক ১৩৩ ভোটে (৪র্থ) নির্বাচিত হয়েছেন।

    কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, জনাব,মহিতুল ইসলাম তিনি বলেন ৩৪৪ জন ভোটারের অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠ, মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাছির উদ্দীন হেলাল বলেন এলাকাবাসী পুলিশ, আনসার, এবং গ্রাম পুলিশের নিরাপত্তায় ও সার্বিক সহযোগিতায় একটি গনতান্ত্রিক প্রন্থায় নিরপেক্ষ নির্বাচন করতে পেরে আমরা আনন্দিত এবং খুশি, আগামীতে এই নির্বাচিত সদস্যদের নিয়ে একটি সুন্দর মতামতপুর্ণ নিরপেক্ষ ভাবে বিদ্যালয় পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করি।

    নির্বাচিত সদস্য নবী আলম বলেন সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়টি অত্যান্ত্য মনোরম পরিবেশে ও সুখ্যাতির সাথে সুনাম অক্ষুণ্ণ রেখে চলেচে।
    আমরা যারা নির্বাচিত হয়েছি আগামীতে দায়িত্বের সাথে স্কুল পরিচালনা করে যাবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ