প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৯:৫২:৫৪ প্রিন্ট সংস্করণ
নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে
সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুব সমাজের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার, সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার (অ: দা) মোঃ আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান আলী , মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফফর হোসেন, যুব সংগঠনের সভাপতি ও সম্পাদক ১০ জন, সদস্য ১০ জন, ছাত্র ১০ জন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আতাউর রহমান।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে। আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
‘স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট। স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট পরিবহন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।