• অন্যান্য

    স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৪:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি॥

    শেরপুরে শুরু হলো ‘একটিভ স্কুল চেস চ্যাম্পস’। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশনায় এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘‘হয়ে উঠো।

    আগামীর গ্র্যান্ডমাস্টার’’-স্লোগানে দেশের ৬৪ জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৫০ হাজার ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে চলমান স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার অংশ হিসেবে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম এর মিলনায়তনে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা Marks Active School Chess Champs এর শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ এর শুভ উদ্বোধন করেন জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর।

    জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (ভারপ্রাপ্ত পুলিশ সুপার), এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মুকতাদিরুল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি), শেরপুর; জনাব ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার, শেরপুর; জনাব মানিক দত্ত, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর; জনাব হাকিম বাবুল, দাবা উপ-কমিটির সম্পাদক, শেরপুর সহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ ও যাদের নিয়ে আজকের এই আয়োজন  খেলোয়ার ও দর্শকবৃন্দ।

    উল্লেখ্য যে, স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ এ শেরপুর জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি দলে ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিকি দাবা চালের মধ্য দিয়ে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার শুভ সূচনা হয়।

    শেরপুর জেলা পুলিশের সহযোগিতায় এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার মাধ্যমে শেরপুর থেকেই আগামী দিনের গ্র্যান্ডমাস্টার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ