• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    হাজার হাজার শ্রমিকদের নিয়ে এমপি’র মধ্যাহ্নভোজ

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৫:৩২:৪২ প্রিন্ট সংস্করণ

    রাজবাড়ী প্রতিনিধি।

    রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে ১২ সহস্রাধিক ধ্যান ও রিক্সা শ্রমিকদের জন্য খাবারের আয়োজন করা হয়। ১৩০ বস্তা চাল ও ৮০মন মহিষের গোশত দিয়ে এ খাবারের আয়োজন করা হয়। খাবার রান্নায় ১৪৫ জন বাবুর্চ অংশগ্রহণ করেন।

    শনিবার (২৯ জুলাই) দুপুরে এই খাবারের আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

    ১২ হাজার ভ্যান রিক্সা শ্রমিকের সাথে বসে দুপুরের খাবার খান সংসদ সদস্য। খাওয়া শেষে প্রত্যেকের মাঝে ১টি করে গাছের চারা বিতরণ করা হয়। সংসদ সদস্যের এমন আতিথেয়তায় খুশি ভ্যান ও-রিক্সা শ্রমিকরা।

    এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পালসহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল।

    পাংশার ফ্যান ও রিক্সা শ্রমিকদের মধ্য থেকে অনেকে বলেন, আমাদের এমপি মোঃ ফিল্লুল হাকিমের আজকের এই আতিথেয়তায় আমরা খুব খুশি। এটি একটি ব্যতিক্রমী আয়োজন। তিনি আজকে আমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন। প্রত্যেক শ্রমিককে ১টি করে গাছের চারা দিয়েছেন। গরীব দুঃখী শ্রমিকদের জন্য এমন আয়োজন আজ পর্যন্ত কেউ করেননি। এমপির এমন ব্যতিক্রমী আয়োজনে আমরা মুগ্ধ ও আনন্দিত। তিনি আজ আমাদের মত সাধারণ রিক্সা, ধ্যান শ্রমিকদের যে সম্মান দেখালেন তা আমাদের কাছে চিরো স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন তা ভুলে যাবার মত নয়। তিনি আসলেই খেটে খাওয়া মানুষের বন্ধু।

    বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী শাখার সভাপতি ও রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, খেটে খাওয়া মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আজ এমন আয়োজন করেছি।

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন সম্পর্কে এই রিক্সা ও ভ্যান শ্রমিকদের অবহিত করার জন্যই আমরা এই অনুষ্ঠানটি করেছি। আমাদের সরকারের আমলে শ্রমিকরা যতটা ভালো আছে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তারা ততটাই দুঃখ, কষ্টে ছিল।

    বর্তমান সরকারের আমলে মানুষের জীবনযাত্রার মানের যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই আজকে তাদের জন্যই আমরা এক বেলা সামান্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করেছি। তাদের প্রত্যেকের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করেছি। ভবিষ্যতে অন্য পেশাজীবীদের নিয়ে আমরা আরো এমন আয়োজন করবো ইনশাআল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ