প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ১২:১২:০৩ প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে জড়িয়ে একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন হুইপের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসন এর ( কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দলীয় জনপ্রতিনিধিগণ।
মঙ্গলবার দুপুরে কালাই উপজেলা পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলামসহ তিন উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই অঞ্চলের নেতৃত্বে আসার পর থেকে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজসহ যে উন্নয়ন সাধন করেছেন তা বিগত ৫০ বছরেও হয়নি। তাঁকে ঘিরেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। বিগত প্রায় ছয় মাস থেকে ধারাবাহিকভাবে তিনি এলাকার ৩০০ গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করে তৃণমূলের মানুষের কাছে বাংলার মহান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছানোর কাজ করছেন। তিনি সার্বক্ষণিকভাবে এলাকার উন্নয়নে নিজেকে সমর্পন করেছেন। দলমত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের সাথে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। টিআর কাবিখা’র সুষম বন্টন ছাড়াও তিনি এলাকার প্রতিটি সড়ক পাকাকরনের ব্যবস্থা করেছেন। এক কথায় তিনি তাঁর অসাধারণ যোগ্যতায় জয়পুরহাট-২ এলাকায় আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলেছেন।
অথচ গত ৮ অক্টোবর বিকেলে ৭১ টেলিভিশন চ্যানেলে হুইপকে পছন্দ করেন না এমন দু’জন আওয়ামী লীগ নেতা এবং তাদের কয়েকজন কর্মীর মিথ্যা অভিযোগএকতরফাভাবে তুলে ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার করেছে। উক্ত সংবাদটি মিথ্যা, ভূয়া ও বানোয়াট সংবাদ বলে তারা অভিযোগ করেন এবং প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনের মাধ্যমে।
এ সময় জয়পুরহাট জেলা সহ তিন উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মী ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।