প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৮:২৭:৫৫ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক।
আগামী ১২ আগস্টের মধ্যেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শরিফ জানান, সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।।
এর আগে সব মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরিফের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করবেন শাহবাজ শরিফ । জিও নিউজ প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তান মুসলিম লিগের (এন) এ নেতা।
সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেন, সবকিছু ঠিকঠাক হওয়ার পর আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
নির্বাচন নিয়ে কথা বলার আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের করা অভিযোগের জবাব দেন শাহবাজ শরিফ। এ সময় তিনি পাল্টা অভিযোগ করে বলেন, (৯ই) মের সংঘর্ষের ঘটনার জন্য ইমরান খান দায়ী।