প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ৫:০৯:০২ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল । নিষেধাজ্ঞা পর মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। তাই হাসি ফুটেছে জেলেদের মুখে। মাছ ধরার প্রস্তুতিতে এখন সরগরম উপকূলের ঘাটগুলো।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে কক্সবাজারের ফিসারি মৎস্য ঘাট ও নাজিরারটেক গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল, নৌকা মেরামত করছেন, কেউ বা ব্যস্ত রসদ জোগাড়ে।
জেলেরা এ ২২ দিনে কোনো মাছ ধরতে পারেননি। তাদের সরকারিভাবে যে চাল দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই অনেককে খাবার জোগাতে ধার-দেনা করতে হয়েছে। অনেকে আবার ইলিশ ধরতে যাওয়ার জন্য টাকা ধার নিয়েছেন। জেলেদের আশা, এবার ইলিশ ধরে বিক্রি করে সেই টাকায় ধার-দেনা পরিশোধ করে লাভের মুখ দেখবেন তারা।
অন্যদিকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছে মৎস্য বিভাগ।
রেজাউল করিম মাঝি বলেন, আমরা এ দিনটির অপেক্ষায় ছিলাম। রাতেই নেমে পড়বো মাছ শিকারে।
মৎস্য ব্যবসায়ি আবুল বশর বহদ্দার বলেন, এতোদিন ধার দেনা করে দিন কাটিয়েছি, এখন নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ালে এতদিনের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে পারব।
মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা এক লাখ ৯২ হাজার মেট্রিক টন। ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় এবার সে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।