প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ২:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ
মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:
হলে বিভিন্ন সমস্যা থাকায় অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থীরা। রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় হলের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় ‘ইন্টারনেট ফি দেই রাউটার কেন নাই’, ‘রাউটার দেওয়ার আশ্বাস দিয়ে আর কেন খবর নাই’, ‘ডাইনিং এ পুষ্টিকর খাবার নেই, রান্নার ব্যবস্থা চাই’, ‘সব হলে কিচেন আছে মন্নুজানে কেন নাই’ এসব প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এসময় তারা ৩দফা দাবি জানান। দাবিগুলো হলো- রান্নার জন্য বিদ্যুৎ সঞ্চালন পুনরায় সচল করতে হবে, গণরুমে ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে, হলের আবাসিকতা দিতে হবে।
হলের আবাসিক শিক্ষার্থী মনিরা বলেন, ‘আমাদের রান্নার সমস্যা হওয়ায় আগের প্রাধ্যক্ষ গণরুমে হিটারের লাইন দেয়, কিন্তু এই প্রাধ্যক্ষ নতুন এসে আমাদের আবাসিকতা দিয়ে হিটারের লাইন কাটার আশ্বাস দিয়ে, সিট না দিয়েই লাইন কেটে দিয়েছে। কিন্তু ইতোমধ্যে ব্যক্তিগত রেফারেন্সে অনেক জুনিয়রকে হলে সিট দিয়েছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের আরেক শিক্ষার্থী বলেন, “ইন্টারনেটের কথা বলতে গেলে আমাদের বলেন, ‘দয়া করে থাকতে দিয়েছি আবার ইন্টারনেট কিসের?”
এছাড়া, হলে বাথরুমের সংকটের কথা জানালে দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. রাশিদা খাতুন বলেন, ‘শিক্ষার্থীদের ঝুঁকির কথা চিন্তা করে রান্নার হিটারের সংযোগ বন্ধ করা হয়েছে। আর গণরুমে নেট সংযোগ দিতে গেলে আমাদের এটা হ্যাং করে। এ বিষয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবো।