“আই লাভ ব্রাহ্মণবাড়িয়া”র ফলক উন্মোচন
- আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ৯৬৩৬ বার পড়া হয়েছে
দেলোয়ার হোসাইন মাহদী। ( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার প্রতি ভালোবাসা বিশ্নব্যাপী ছড়িয়ে দিতে জেলা ফারুকী পার্কে প্রায় ৫ লক্ষ টাকা ব্যায়ে “আই লাভ ব্রাহ্মণবাড়িয়া”র ফলক উন্মোচন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ” আমরাই ব্রাহ্মণবাড়িয়া” এ ফলক নির্মাণ করেছে।
ফলক উন্মোচন কালে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাঃ শাহগীর আলম , পুলিশ সুপার মুহাঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ সাহেব অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম সহ আরও অনেক ব্যক্তিবর্গ।
সংগঠন সূত্রে জানা, মাত্র ২৮ জন সদস্যের মাসিক চাঁদা দিয়ে এ ফলকের কাজ করা হয়। এছাড়া তারা আরও বলেন, চলতি বছরের ৯ই জুন এর কাজ শুরু হয়। এর কাজ শেষ হতে প্রায় দেড় মাস সময় লেগেছে। এটি যেনো দীর্ঘস্থায়ী হয় সে জন্য পাথরের ঢালাই দেওয়া হয়েছে।
উন্মোচন কালে জেলা প্রশাসক মুহাঃ শাহগীর আলম বলেন, “আমরাই ব্রাহ্মণবাড়িয়া” একটি ব্যতিক্রমধর্মী ফলক নির্মাণ করেছে। তিনি আয়োজকদের এ ফলকের সৌন্দর্য রক্ষার বিষয়ে সচেতন থাকার আহবান জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে ফলকের এলাকায় একটি বাতি স্থাপন করার আবেদন জানানো হলে, জেলা প্রশাসক সম্মতি প্রকাশ করেন।