আজানের সময় পূজামণ্ডপের/ বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৪০ বার পড়া হয়েছে
দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেশের ৩২ হাজার ১৬৮ টি পূজামণ্ডপে নিরাপদ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন,একই সাথে স্বেচ্ছাসেবক থাকবে প্রতিটা মণ্ডপে। বড় পূজামণ্ডপে টহল জোরদার থাকবে। সেই সঙ্গে সিসি ক্যামেরা বসানোর তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোর মনিটরিংয়ে রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এর মাধ্যমে দুর্গাপূজাকে ঘিরে কোনও ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।