আমাদেরও এক দফা, নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : কাদের
- আপডেট সময় : ০৪:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ৯৬২০ বার পড়া হয়েছে
‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই। বুধবার রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কোনো ডায়লগ নয়, কোনো আলোচনা নয়।’ তিনি আর বলেন, ‘বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করেন; যেই নেত্রীর সততা, উল্পুয়ন ও পরিশ্রমকে পছন্দ করেন এবং যেই নেত্রী সারারাত জেগে জেগে মানুষের কষ্ট দূর করার কথা চিন্তা করেন- সেই নেত্রীকে আমরা হারাতে চাই না। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। আমরা কাউকে বাধা দেব না, কাউকে আক্রমণও করব না।’
নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও এক দফা আন্দোলনের ঘোষণার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল। আজকেও তারা কাঁথা-বালিশ নিয়ে এসে অনেক চেস্টা করেছে। তাদের ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে।
আজকে তারা আরেকটা স্বপ্ন দেখছে- শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিএনপির এই একদফার স্বপ্ন নয়াপল্টনের বিস্তৃত কাঁদাপানিতে আটকে গেছে।’সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে। শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার অপরাধ, তিনি ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়বেন।’
বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশি বন্ধু যারা ঢাকায় এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনাদের লক্ষ্য- অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের লক্ষ্যও সেটাই। তবে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিতে আসবে- তাদের আমরা প্রতিহত করব।’
ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ভোটচুরি, দুর্নীতি-লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। নির্বাচনে যখন বাধা দিতে আসবে আমরা রুখে দাঁড়াব। আওয়ামী লীগ যখন খেলতে নামবে, তখন তার সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না।’