ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি থেকে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন সিফাত
- আপডেট সময় : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১০০৭২ বার পড়া হয়েছে
বহুল প্রতিক্ষিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সিফাত হোসেন (আরিফিন সিফাত)
তিনি সাবেক সাধারণ সম্পাদক, ওয়ার্ড ইউনিভার্সিটি বঙ্গবন্ধু আইন পরিষদ এছাড়াও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের গত কমিটিতে সহ সম্পাদক পদে ছিলেন ও চিকন্দী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন এছাড়াও নির্বাচনকালীন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছে।
২৬ শে এপ্রিল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি এবং সাধারণ সম্পাদক সজল কুণ্ড স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
জানা যায়, শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন আরিফিন সিফাত। তার দাদা চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সিফাতের বাবা মোঃ সেলিম সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছেন। তিনি শরীয়তপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তার চাচা চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এছাড়াও চিকন্দী শরফ আলি স্কুল এন্ড কলেজ সভাপতির দায়িত্ব পালন করে আছেন।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আরিফিন সিফাত হোসেন বলেন, আমার পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতি করেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ণ এ কমিটির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরো বেশি সাংগঠনিক গতিশীলতা নিয়ে এগিয়ে যাবো।