কালীগঞ্জে অসহায়দের মাঝে আওয়ামীলীগ নেতার ইফতার ও ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ৯৬১২ বার পড়া হয়েছে
মোঃশাহনেওয়াজ।গাজীপুর প্রতিনিধিঃ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সমাজ সেবক মোঃ সাজ্জাদ হোসেন খান রিপন।
বুধবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী, বাগপাড়া, মধ্যপাড়া, দাউদপাড়া, টেকপাড়া, ফুলদী মিয়া পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ বাঙ্গালী ও কলুন গ্রামের ২৩০টি পরিবারের মাঝে মিনিকেট চাউল, পোলাওয়ের চাউল, তৈল, পেয়াজ, ছোলা, লবণ, চিনি, সেমাই এবং নগদ টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাঈফ পাওয়ার টেক লিঃ এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা সওকত হোসেন খান, সমাজ সেবক সিরাজুল ইসলাম খান, আবুল কালাম খান তুষার, ক্রীড়া সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেল, বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহের হোসেন।
এসময় মোঃ সাজ্জাদ হোসেন খান রিপন বলেন, আমি আমার সাধ্যমতো অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে যদি সবাই এ প্রচেষ্টা অব্যাহত রাখেন তাহলে সমাজে অনেক মানুষের কষ্ট লাগব হবে।