কুমিল্লা আইডিয়াল কলেজের /কক্সবাজারে শিক্ষা সফর অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / ৯৭১৭ বার পড়া হয়েছে
মহিউদ্দিন লিটন – নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা আইডিয়াল কলেজ তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানি বীচ ও হিমছড়িতে বার্ষিক শিক্ষা সফর- ২০২২ আয়োজন করে।
যাত্রার পারম্ভে পবিত্র কোরআন থেকে তিলোয়াত ও দোয়া অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা মহিউদ্দিন লিটন।
লিটন বলেন- শিক্ষাকে পরিপূর্ণতা প্রদানের জন্য ভ্রমণের বিকল্প নেই,ভ্রমণ যেমন মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়, তেমনি স্রষ্টার সৃষ্টি-রহস্যও মানুষের সামনে তুলে ধরে। আর স্রষ্টার সেই সব সৃষ্টি রহস্যেগুলোর মধ্যে চক্ষু মনের প্রকৃতি রস ও জ্ঞান অন্বেষনের পিপাসা মেটানোর অন্যন্য একটি জায়গার নাম কক্সবাজার সমুদ্র সৈকত।
নয়নাভিরাম পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে শিক্ষা সফরে অংশ গ্রহণ করে পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, শিক্ষা সফর আয়োজক কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের প্রভাষক মো. জাবেদ হোসেন, ফিন্যান্স, ব্যাংকি ও বীমা বিভাগের প্রভাষক মো: হাসান ভূইয়া, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক ফয়েজুল হাসান বাবু, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিশাত মাহমুদ, শিক্ষা সফর আয়োজক কমিটির সদস্য সচিব বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, সহকারী হিসাবরক্ষক মো. সোহেলসহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বৃন্দ।