ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা বাস স্ট্যান্ড অপসারণের ৪৮ ঘণ্টা আল্টিমেটাম জবি শিক্ষার্থীদের দেশে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস মনিটরিং ব্যবস্থা চালু ইতিহাস বিভাগকে হারিয়ে জুলাই রেভুলেশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন একাউন্টিং বিভাগ

কুমিল্লা পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ জাতীয় কমডেকায় একাধিক চ্যালেঞ্জে সাফল্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৭৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে সিরাজগঞ্জের হার্টপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভোলাপমেন্ট ক্যাম্প (কমডেকা) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট অংশগ্রহণ করে।

কমডেকা অনুষ্ঠিত বিভিন্ন চ্যালেঞ্জ বিপি পিটি, তাঁবুকলা, কমিউনিটি ডেভোলাপমেন্ট ভিলেজে গৌরব পতাকা অর্জন করে। কমডেকার মূল এরিনায় গৌরব পতাকা ও সম্মাননা স্বারক প্রাপ্তির পরে করতোয়া সাব ক্যাম্প চিফও লিডার ট্রেইনার অধ্যাপক মো. আবু তাহের ও কুমিল্লা জেলা রোভারের নবাগত সম্পাদক ও কমডেকা তথ্য সহকারী সমন্বয়ক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট লিডার নাঈম হোসেন আনন্দঘন পরিবেশে মিলিত হন।

এ মসয় কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট সফলতার জন্য অভিনন্দন জানিয়ে বলেন
কমডেকা রোভার স্কাউটদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ ও ক্যাম্পিং প্রোগ্রাম, যেখানে স্কাউটরা সমাজসেবামূলক কার্যক্রম, নেতৃত্ব গুণ, সমস্যা সমাধানের দক্ষতা এবং টিমওয়ার্ক শেখার সুযোগ পায়।

এ ছাড়া রোভারদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও জীবনমুখী শিক্ষা প্রদান, সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক বিনিময়, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, পরিবেশ সচেতনতা।

কমডেকায় অংশগ্রহণকারী রোভাররা হলেন সিনিয়র রোভার মেট মো. রাহিম, গার্ল ইন সিনিয়র রোভার মেট জায়েদা আক্তার লিজা, রোভার মেট নুশরাত জাহান, সহকারী রোভার মেট শাহরিয়ার আহমেদ, ব্যাপক দেওয়ান, আরাফাত হোসেন, জেরিন ফেরদৌস মিম, সানজিদা আক্তার সৃতি, সহ রোভার আব্দুর রহমান নাদিম, হারুন ত্রিপুরা,মো. ইয়া আলিফ, সাগর চন্দ্র সরকার, মো. ইসমাইল খান, সুদেব দাস, গার্ল ইন রোভার তানিয়া আক্তার, রুবিনা আক্তার, নূরে তাইয়্যেবা, রোকসানা আক্তার।

সিরাজগঞ্জের হার্টপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমডেকায় দেশের কলেজ,পলিটেকনিক, বিশ্ববিদ্যালয় ও মুক্ত রোভার স্কাউট দলের মাধ্যমে ৪টি ভিলেজে ৮টি সাব—ক্যাম্পে ৩৯০টি ইউনিট থেকে প্রায় ৫ হাজার কর্মকর্তা ও রোভার স্কাউটরা অংশগ্রহণ করে।

কমডেকায় চলাকালীন সময়ে রোভারা আলোকিত সমাজ কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষ রোপন, রাস্তা মেরামত, সেনিটেশন তৈরি, বীজ বিতরণ, জনসচেতনতা তৈরি করে।

বির্তক, ক্যারিয়ার প্ল্যানিং, ফিল্যান্সিং, ওয়াটার এক্টিভিটিজ, হাইকিং, অবস্ট্যাকল, ফান এন গেইম, তাঁবু জলসা ইত্যাদি আর্কষনীয় চ্যালেঞ্জ ছিল। কমডেকাটি আনুষ্ঠানিকভাবে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ জাতীয় কমডেকায় একাধিক চ্যালেঞ্জে সাফল্য

আপডেট সময় : ০৮:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে সিরাজগঞ্জের হার্টপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভোলাপমেন্ট ক্যাম্প (কমডেকা) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট অংশগ্রহণ করে।

কমডেকা অনুষ্ঠিত বিভিন্ন চ্যালেঞ্জ বিপি পিটি, তাঁবুকলা, কমিউনিটি ডেভোলাপমেন্ট ভিলেজে গৌরব পতাকা অর্জন করে। কমডেকার মূল এরিনায় গৌরব পতাকা ও সম্মাননা স্বারক প্রাপ্তির পরে করতোয়া সাব ক্যাম্প চিফও লিডার ট্রেইনার অধ্যাপক মো. আবু তাহের ও কুমিল্লা জেলা রোভারের নবাগত সম্পাদক ও কমডেকা তথ্য সহকারী সমন্বয়ক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট লিডার নাঈম হোসেন আনন্দঘন পরিবেশে মিলিত হন।

এ মসয় কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট সফলতার জন্য অভিনন্দন জানিয়ে বলেন
কমডেকা রোভার স্কাউটদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ ও ক্যাম্পিং প্রোগ্রাম, যেখানে স্কাউটরা সমাজসেবামূলক কার্যক্রম, নেতৃত্ব গুণ, সমস্যা সমাধানের দক্ষতা এবং টিমওয়ার্ক শেখার সুযোগ পায়।

এ ছাড়া রোভারদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও জীবনমুখী শিক্ষা প্রদান, সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক বিনিময়, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, পরিবেশ সচেতনতা।

কমডেকায় অংশগ্রহণকারী রোভাররা হলেন সিনিয়র রোভার মেট মো. রাহিম, গার্ল ইন সিনিয়র রোভার মেট জায়েদা আক্তার লিজা, রোভার মেট নুশরাত জাহান, সহকারী রোভার মেট শাহরিয়ার আহমেদ, ব্যাপক দেওয়ান, আরাফাত হোসেন, জেরিন ফেরদৌস মিম, সানজিদা আক্তার সৃতি, সহ রোভার আব্দুর রহমান নাদিম, হারুন ত্রিপুরা,মো. ইয়া আলিফ, সাগর চন্দ্র সরকার, মো. ইসমাইল খান, সুদেব দাস, গার্ল ইন রোভার তানিয়া আক্তার, রুবিনা আক্তার, নূরে তাইয়্যেবা, রোকসানা আক্তার।

সিরাজগঞ্জের হার্টপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমডেকায় দেশের কলেজ,পলিটেকনিক, বিশ্ববিদ্যালয় ও মুক্ত রোভার স্কাউট দলের মাধ্যমে ৪টি ভিলেজে ৮টি সাব—ক্যাম্পে ৩৯০টি ইউনিট থেকে প্রায় ৫ হাজার কর্মকর্তা ও রোভার স্কাউটরা অংশগ্রহণ করে।

কমডেকায় চলাকালীন সময়ে রোভারা আলোকিত সমাজ কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষ রোপন, রাস্তা মেরামত, সেনিটেশন তৈরি, বীজ বিতরণ, জনসচেতনতা তৈরি করে।

বির্তক, ক্যারিয়ার প্ল্যানিং, ফিল্যান্সিং, ওয়াটার এক্টিভিটিজ, হাইকিং, অবস্ট্যাকল, ফান এন গেইম, তাঁবু জলসা ইত্যাদি আর্কষনীয় চ্যালেঞ্জ ছিল। কমডেকাটি আনুষ্ঠানিকভাবে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় সমাপ্ত হয়।