চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সহযোগীতায় সালমা ফিরে পেল তার সুখের সংসার
- আপডেট সময় : ০৪:০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ৯৬১০ বার পড়া হয়েছে
তানজিল আহমেদের রনি
মোছাঃ সালমা খাতুন (২২), পিতা-মৃত নায়েব আলী, সাং-কুসুমপুর, পোষ্ট-কুসুমপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এর সাথে মোঃ গোলাম কিবরিয়া, পিতা-মোঃ শামাইল মন্ডল, সাং-নেহালপুর, পোষ্ট-বেগমপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার সাথে বিগত ০২ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়।
দাম্পত্য জীবনে তাদের ১টি একহাত প্রতিবন্ধী শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সালমা খাতুনের স্বামী মোঃ গোলাম কিবরিয়া ৫,০০,০০০/- টাকা যৌতুকের দাবীতে সালমাকে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছে।
সালমার স্বামী যৌতুকের দাবীতে তার প্রতিবন্ধী শিশু সন্তানসহ পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্ঠা করলে মিমাংশা হয়নি।
অবশেষে সালমা খাতুন তার স্বামী সংসার ফিরে পাওয়ার জন্য মানবিক পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত অভিযোগটি তার কার্যালয়ে অবস্থিত “উইমেন সাপোর্ট সেন্টার” এর মাধ্যমে ১৭.০৮.২০২২ খ্রিঃ উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন।
উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে মানবিক পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম সেবা এর প্রত্যক্ষ মধ্যস্থতায় সালমা খাতুন ও মোঃ গোলাম কিবরিয়া সব বিবাদ ভুলে তাদের একমাত্র প্রতিবন্ধী শিশু সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে সম্মত হয়।
পুলিশ সুপার, চুয়াডাঙ্গার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে সালমা খাতুন ফিরে পেল তার সুখের সংসার, এক হাত প্রতিবন্ধী শিশু সন্তান ফিরো পেলো পিতৃস্নেহ।