চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার কে স্বাগত জানালেন কমিউনিটি পুলিশিং ফোরাম
- আপডেট সময় : ০৫:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৯৬৫১ বার পড়া হয়েছে
তানজিল আহমেদ রনি॥
চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন কে অত্র জেলায় যোগদান উপলক্ষে স্বাগত ও শুভেচ্ছা জানান কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানকে ধারণ করে পুলিশ ও জনগণের মাঝে পারস্পরিক আস্থা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধির প্রয়াসে এবং অপরাধ প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ, উদ্যোগী ও সচেতন করে পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও সেবাধর্মী করে অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং দর্শন আজ সর্বজনবিদিত।
জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সমস্যা সমাধানে রচনা করে এক অভূতপূর্ব সাফল্যের সোপান।
পরিশেষে অপরাধ দমন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গাসহ কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ।
















